পুলিশের তৎপরতায় ছিনতাইকৃত টাকা ও মোবাইল উদ্ধার

০১ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

পুলিশের তৎপরতায় ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে ছিনতাইকৃত টাকা ও মোবাইলসহ অন্যান্য জিনিস ফিরে পেয়েছেন ভুক্তভোগী তিন ব্যক্তি।একই সঙ্গে ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে শেরশাহ এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আটক তিন জন হচ্ছে- বায়েজিদ থানার শেরশাহ মসজিদ গলির জাহাঙ্গীর মাঝির ছেলে আলমগীর আলম (২৮), শেরশাহ সরোয়ার কলোনির আব্দুল কাদেরের ছেলে আল-আমিন (২১) ও শেরশাহ সরকারি কলোনির মৃত গোলাম মোস্তফার ছেলে আজিম (২৮)।

পুলিশ জানায়, রোববার রাত আটটার দিকে সোহেল নামের এক ব্যক্তি তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সিএনজিতে চড়ে চকবাজার যাচ্ছিলেন। পথে শেরশাহ সরকারি কলোনির সামনে তাদের গাড়ির গতিরোধ করে আটকরা। এসময় ভুক্তভোগীদের মারপিট করে তাদের কাছে থাকা ৩টি মোবাইল, ২টি হাতঘড়ি, পাওয়ার ব্যাংক এবং নগদ ছয় হাজার ২শ টাকা নিয়ে যায় অভিযুক্তরা। পরে একই রাত ৯ টার দিকে নগরীর শেরশাহ কলোনীতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয় ও ছিনতাইকৃত টাকা, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের নামে বায়েজিদ থানায় একটি মামলা করেছেন সোহেল।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার্স ইনচার্জ ওসি কামরুজ্জামান বলেন, গাড়ি আটকিয়ে ছিনতাই করার অভিযোগ পেয়ে টহল পুলিশের একটি দল অভিযান চালায়। আসামীদের মধ্যে মো. আলমগীর আলমের বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর