মন্তব্য
চিকিৎসকদের অবহেলায় মারা গেছে মেয়ে এমন অভিযোগ তুলে মৃত সন্তানকে কোলে নিয়েই সরকারি হাসপাতালের গেটের বাইরে অঝোরে কেঁদেই চলেছেন বাবা। ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার সিরাউলি গৌসপুরে এ ঘটনা ঘটে।
সন্তানহারা বাবার অভিযোগ, হাসপাতালে নিয়ে আসার পর দু’ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো চিকিৎসা পায়নি তার সন্তান। চিকিৎসা না পেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশু।
তবে বারাবাঁকি জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা বিকেএস চৌহান বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ‘মৃত অবস্থাতেই সন্তানকে হাসপাতালে নিয়ে এসেছিলেন ওই ব্যক্তি।’
আনন্দবাজার পত্রিকা