মন্তব্য
ইসরাইলে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে মাত্র ৬টি আসনে জয়ী বেনেটই হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। মার্কিন বংশোদ্ভূত নাফতালি বেনেট স্পেশাল ফোর্সের সাবেক কমান্ডো। রায়ানা শহরে চার সন্তান এবং স্ত্রী নিয়ে বসবাস তার।
মিলিয়নিয়ার এই প্রযুক্তি উদ্যোক্তা ২০০৫ সালে নিজের স্টার্টআপ কোম্পানি বিক্রি করে রাজনীতিতে আসেন। পরের বছর নেতানিয়াহুর চিফ অব স্ট্যাফ নির্বাচিত হন।
ইসরাইলের বিরোধীদলগুলো জোট সরকার গঠন করতে যাচ্ছে। আগামী দু’বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন বেনেট। এরপর পরবর্তী দুবছর সরকার চালাবেন লাপিড।ইতোমধ্যেই মধ্যপন্থী দল ইয়েস আতিদের নেতা ইয়ার লাপিডের সঙ্গে সমঝোতা চুক্তিতে রাজি হয়েছেন উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট।
আল জাজিরা