শনাক্ত ছাড়ালো ৮ লাখ

০১ জুন ২০২১

সরকারি হিসেবে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আট লাখ ছাড়িয়ে গেছে,  শনাক্ত হয়েছে আট লাখ ৫৪০ জন । সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  গত বছরের ৮ মার্চ  দেশে প্রথম তিন জনের করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদফতর বলছে, শনাক্ত হওয়াদের মধ্যে মারা গেছেন ১২ হাজার ৬১৯ জন। সুস্থ হয়েছেন সাত লাখ ৪০ হাজার ৩৭২ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩টি। শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪৬ ।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৬ জন করোনা রোগী।এক হাজার ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫৬৭ জন। নমুনা সংগ্রহ হয় ১৮ হাজার ৮৬২টি,   পরীক্ষা হয় ১৮ হাজার ১৭৮টি। শনাক্তের হার ৯ দশমিক ৪১ । মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ১১ জন। বিভাগভিত্তিক ঢাকায় নয় জন, চট্টগ্রামে ১২ জন, রাজশাহীতে আট জন, খুলনায়  ছয় জন আর সিলেটে একজন আছেন। সরকারি হাসপাতালে ২৮ জন, বেসরকারি হাসপাতালে ছয় জন আর বাড়িতে দুই জন মারা গেছেন ।

এমকে


মন্তব্য
জেলার খবর