নারীকে অপমান করা হলে উচিত প্রতিবাদ করা : ঊষসী

০১ জুন ২০২১

ডেনিম হটপ‍্যান্ট ও কমলা রঙের ক্রপ টপ পরে ক‍্যামেরাবন্দি হন কলকাতার টিভি অভিনেত্রী ঊষসী রায়।  সামাজিক মাধ্যমে ফটোশুটের ছবি শেয়ারও করেন। এরপরই ছবিতে একের পর এক এসেছে কটাক্ষ।

ঊষসী বলেন, আমার মনে হয়, পরিচিত হোন বা অপরিচিত, কোনো নারীকে অপমান করা হলে সবার উচিত এক জোটে প্রতিবাদ করা। আমি কেবল নিজের কথা বলছি না। সমস্ত নারীর হয়েই কথা বলছি।

তিনি আরো বলেন,  আমার হাতে কোনো অস্ত্র নেই, যা দিয়ে এই মানুষগুলোর মুখ বন্ধ করা যায়। বলিউডের কয়েকজন অভিনেত্রী ও অভিনেতা এক জোট হয়ে অনলাইন হেনস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন আবেদন জমা দিয়ে। কিন্তু সে প্রক্রিয়া সময়সাপেক্ষ। তবে এই ইন্ডাস্ট্রির কেউ যদি সে রকম পদক্ষেপ নিতে চান, আমি সবার আগে হাজির হব।

আনন্দবাজার পত্রিকা


মন্তব্য
জেলার খবর