মন্তব্য
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রমের দায়িত্ব নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া কোনো নতুন সিদ্ধান্ত নয়, আগে নেয়া সিদ্ধান্ত। তারপরও যেহেতু বিভিন্ন মহল থেকে আপত্তি আসছে, সেক্ষেত্রে অ্যালোকেশন অব বিজনেস দেখা হচ্ছে, মিটিং করা হবে- জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (৩১ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে এনআইডি নিয়ে জনগণের হয়রানি বাড়বে কী-না- যখন এটা নিয়ে বৈঠক হবে, তখন সব কিছু দেখে বলবো।
এমকে