করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সীমান্ত জেলাগুলোতে যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বিভাগ এটা নিয়ে কাজ করছে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সীমান্ত জেলায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমের ব্যবসা চলমান থাকায় সেসব জেলা পর্যবেক্ষণ করা হচ্ছে- কখন দেয়া হবে।
টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, মোট দেড় কোটি চাইনিজ টিকা আসবে, প্রতিমাসে আসবে ৫০ লাখ ডোজ।এ টিকা প্রথমেই মেডিকেলের শিক্ষার্থীসহ সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হবে। রাশিয়ার টিকার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। ফাইজারের টিকা যাদের রেজিস্ট্রেশন আছে, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া হবে।
এমকে