সূচকের মিশ্র প্রবণতায় কমেছে লেনদেন

০১ জুন ২০২১

সূচকের মিশ্র প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে ) সোমবার লেনদেন কমেছে। সিংহভাগ শেয়ারের দর কমে যাওয়াই এ প্রবণতার কারণ। তবে বাজার মূলধন ৪০৯ কোটি টাকা বেড়ে দাঁড়ায় পাঁচ লাখ তিন হাজার ৮৬৮ কোটি টাকায়।  লেনদেন হয় মোট ৩৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২০৩টির এবং বাকি ৫৪টির দর অপরিবর্তিত ছিল।

এদিন লেনদেন হয় এক হাজার ৭৩৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এ লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার। সেই হিসাবে লেনদেন কমেছে ৪১২ কোটি ৮৭ লাখ টাকা। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র ছিল। প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৭০ পয়েন্ট কমে পাঁচ হাজার ৯৯০ দশমিক ৯৮ পয়েন্টে পৌঁছায়,ডিএসইএস সূচক শূন্য দশমিক ৩১ পয়েন্ট বেড়ে এক হাজার ২৮৬ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে ও ডিএস৩০ সূচক দুই দশমিক ৪৬ পয়েন্ট কমে দুই হাজার ২০৫ দশমিক ৮১ পয়েন্টে স্থির হয়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। দর বাড়ার তালিকায় শীর্ষে থাকে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

এমকে


মন্তব্য
জেলার খবর