কলেজছাত্রীর লাশ ‍উদ্ধার

০১ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে লিজা আকতার (২০) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। লিজার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি মঙ্গলবার সকালে বাড়িতে ছাদের বীমের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা জানাতে পারেনি।

লিজা আক্তার উপজেলার জাফরাবাদ এলাকার বাবুল মিয়ার মেয়ে, নগরের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মেয়ের মৃত্যু সম্পের্কে বাবুল মিয়ার ভাষ্য- সকালে ঘুম থেকে উঠে ডাকাডাকি করলেও তার মেয়ের কোনো সাড়া  পাওয়া যায়নি। পরে দেখি সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সীতাকুণ্ড থেকে সকাল পৌনে ১০টার দিকে একটি মেয়েকে চমেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, ঠিক কি কারনে সে আত্মহত্যা করেছে, তদন্ত করার আগে কিছু বলা যাচ্ছে না। এখনো মামলা হয়নি। পরিবারের লোকজন থানায় আসার কথা রয়েছে। 

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর