কিস্তির চাপে ধান ব্যবসায়ীর আত্মহত্যা

০১ জুন ২০২১

বগুড়া প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মানসিক চাপে এনামুল হক (৫৫) নামের এক ধান ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোরে গ্যাস ট্যবলেট সেবনেঅসুস্থ হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। তিনি উপজেলার পুশিন্দা গ্রামের সরদার পাড়ার মৃত আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এনামুল হক বেশ কয়েকটি এনজিও (ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক, দাবী ও জাগরণী) থেকে ঋণ নিয়ে ধানের ব্যবসা করতেন। করোনার কারণে ব্যবসা মন্দা যাওয়ায় নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। ফলে বেশ কয়েকদিন ধরে এনজিওর মাঠকর্মীরা কিস্তির জন্য চাপ দেন তাকে। এ নিয়ে এনামুলের মধ্যে হতাশা তৈরি হয়। একপর্যায়ে গ্যাস ট্যবলেট সেবন করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

দীপক কুমার সরকার/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর