পটুয়াখালী সংবাদদাতা
কুয়াকাটা রক্ষায় একটি বিশেষ প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। আগামী ২/৩ মাসের মধ্যে অনুমোদন পেলে ডিসেম্বর নাগাদ কাজ শুরু করা হবে। সোমবার বিকালে ঘূর্নিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে ক্ষতিগ্রস্ত কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শনকালে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
কবির বিন আনোয়ার বলেছেন, ঘূর্ণীঝড় ইয়াসে যে সমস্ত এলাকা খুব খারাপভাবে বিধ্বস্ত হয়েছে তার মধ্যে কুয়াকাটা অন্যতম। যেসব বেড়িবাঁধ রয়েছে, সেগুলো দিয়ে স্বাভাবিক জোয়ার ঠেকানো গেলেও বড় ধরনের ঘূর্ণিঝড়কে ঠেকানোর ক্ষমতা নেই। সিআইপি প্রকল্পের আওতায় পটুয়াখালীসহ ১০টি পেল্ডারের মেজর রিপেয়ারিং করা হবে। বর্তমানের চেয়ে ৫/৬ ফুট উ”ু এবং দ্বিগুন প্রশস্তের মজবুত বেড়িবাঁধ নির্মানের পরিকল্পনা নেয়া হচ্ছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুনান বিন মাহাবুব/এমকে