সাক্ষ্যদানের পরেই নিরাপত্তা চাইলেন বাবুলের সোর্স মুছার স্ত্রী

০১ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

মিতু হত্যা মামলায় সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন সাবেক এসপি বাবুল আক্তারের সোর্স মুছার স্ত্রী পান্না আক্তার। মঙ্গলবার দুপুরে রাঙ্গুনিয়া থানায় এ জিডি করেন। এর আগে সোমবার আদালতে তিনি বাবুল আক্তারের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তার স্বামী কামরুল ইসলাম শিকদার মুছাও এ মামলার অন্যতম আসামি।

রাঙ্গুনিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি বলেন, পান্না আক্তার ধারণা করছেন- অজ্ঞাত ব্যক্তিরা তার ক্ষতি করতে পারেন। এ কারণে নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

জিডির বিষয়ে পান্না আক্তার সাংবাদিকদের বলেন, নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য জিডি করেছি। সাক্ষ্য দেয়ার পর থেকে নিজের মধ্যে ভয় কাজ করছে। যদিও তাকে কেউ হুমকি দেয়নি বলে জানিয়েছেন তিনি।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর