আফগানিস্তা ক্রিকেট দলের মিডল-অর্ডার ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহিদিকে দলটির অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। টেস্ট ও ওয়ানডে উভয় ফরেমেটে এ দায়িত্ব পালন করবেন তিনি। তার সহকারী হিসেবে থাকবেন রহমত শাহ। এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এমনটাই জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ‘আসগরের পরিবর্তে জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে ফর্মেটে অধিনায়ক করা হয়েছে শাহিদিকে। তার ডেপুটি হিসেবে কাজ করবেন রহমত। শীঘ্রই টি-টুয়েন্টি দলের অধিনায়ক ঘোষণা করা হবে। তবে সংক্ষিপ্ত সংস্করনে সহ-অধিনায়ক থাকবেন রশিদ খান।’
এসিবির তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আসগর আফগানকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে উল্লেখ করেে এতে আরে বলা হয়, তদন্তে উঠে এসেছে, দলের অধিনায়ক হিসেবে আফগানের কিছু সিদ্ধান্তের কারণে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছিল আফগানিস্তান।’
গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করেছিলো দলটি। প্রথম টেস্ট ১০ উইকেটে হারে আফগানরা। তবে দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে তারা। ঐ টেস্টেই দেশের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ডাবল-সেঞ্চুরি করেন শাহিদি। ৪৪৩ বলে ২১টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ২০০ রান করেন তিনি।