ডিপিএলে বৃষ্টির হানা, অনুষ্ঠিত হয়নি দিনের একটি ম্যাচও

০১ জুন ২০২১

দিনভর প্রবল বৃষ্টির কারণে মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচও অনুষ্ঠিত হতে পারেনি। 

সূচি অনুযায়ী আজ ডিপিএলের দ্বিতীয় রাউন্ডের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিলো। 

ম্যাচগুলো ছিলো আবাহনী-ওল্ড ডিওএইচএস, ব্রাদার্স ইউনিয়ন-লিজেন্ডস অব রুপগঞ্জ, খেলাঘর-প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ ক্রিকেটার্স-শেখ জামাল, প্রাইম ব্যাংক-শাইনপুকুর ও মোহামেডান স্পোটিং ক্লাব-পারটেক্স স্পোটিং ক্লাবের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সারাদেশে ধারাবাহিক বৃষ্টির কারণে লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হতে পারেনি।’

গত রোববার থেকে এ বছর ডিপিএল টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হয়েছে। প্রথম রাউন্ডেও বৃষ্টির কারণে দু’টি ম্যাচ ভেস্তে গিয়েছিল 

প্রথম রাউন্ডে জয় পেয়েছিলো সাকিব আল হাসানের মোহামেডান স্পোটিং ক্লাব, তামিম ইকবালের প্রাইম ব্যাংক, মুশফিকুর রহিমের 


মন্তব্য
জেলার খবর