করোনার কারণে স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। টুর্নামেন্টের বাকী অংশ সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে। তবে সেখানে খেলতে পারবেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। কেননা সেখানে খেলতে অনাপত্তিপত্র (এনওসি) দেয়া হবে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে বাংলাদেশ। তাই তাদেরকে এনওসি পত্র দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
তাদেরকে এনওসি দেয়া প্রায় অসম্ভব। কননা বিশ্বকাপকে সামনে রেখে আমাদের প্রস্তুতির দরকার। সে জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে ব্যস্ত থাকবো। জানান, পাপন।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। ৪ মে দেশটিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায়, টুর্নামেন্টের মাঝপথে স্থগিত করতে হয় আইপিএল। তবে টুর্নামেন্টের বাকী অংশ আগামী সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে।