করোনাভাইরাস পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা এবং সবপক্ষের আলোচনার ভিত্তিতে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
এক টুইটে নরেন্দ্র মোদি জানান, ‘এ বছর দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ব্যাপক আলোচনার পর আমরা শিক্ষার্থী-বান্ধব এমন একটি সিদ্ধান্ত নিয়েছি যা, আমাদের যুবসমাজের ভবিষ্যতের পাশাপাশি স্বাস্থ্যেরও সুরক্ষা দেবে।’
পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হয়ে হওয়ায় আমি স্বস্তি পেয়েছি। ছেলেমেয়েদের স্বাস্থ্যের বিষয়ে আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। বড়সড় স্বস্তি।'
নির্দিষ্ট সময়মের মধ্যে উপযুক্ত পদ্ধতি মেনে শিক্ষার্থীদের নাম্বার দেওয়া হবে। যদি কোনও শিক্ষার্থী নিজেদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হয়, তাহলে পরীক্ষা দিতে পারবেন।
আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস