নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বুধবার (২ ফ্রেবুয়ারি) দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলার বিভিন্ন এলাকার ক্লাব ও বিদ্যালয়সহ আটটি দল এ প্রতিযোগিতায় অংশ নেয় ।
প্রতিযোগিতায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দল ট্রাইব্রেকারে ৫-৪ গোলে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানকে একটি করে ফুটবল দেওয়া হয়।
এদিকে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান। অতিথি ছিলেন- নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা তথ্য অফিসার ইব্রাহিম-আল-মামুন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নড়াইলের সহকারি পরিচালক দেবাশীষ বাইন প্রমুখ।
ফরহাদ খান/এমকে