আমি নিজের কাজ করে যাই : কাজল

০২ জুন ২০২১

‘কফি উইথ করণে’ উপস্থিত হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। 

কাজল বলেন, ‘আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম আমাকে দেখতে ধনীদের মতো লাগে। আমার চেহারা নিম্নবিত্তদের মতো নয়। আমি যা-ই করি, দিনের শেষে যদি আমি ঘাগড়া-চোলিও পরে নিই, আমি নিজেকে নিজে দেখে বলি, আমাকে দেখতে নিম্নবিত্তদের মতো লাগছে না’।

অভিনেত্রী জানান, ‘আমার নিজেকে ভাগ্যবান মনে হয়। নিজেকে কতটা ভালোবাসি এবং নিজের ওপর যতটা বিশ্বাস রাখতে পারি সেটা ভেবে। নিজের কাজের ওপর যতটা সৎ থাকা যায় তা-ই করি। আমি নিজের কাজ করে যাই, অতীত নিয়ে ভাবার থেকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে বেশি পছন্দ করি’।

হিন্দুস্তান টাইমস


মন্তব্য
জেলার খবর