পণ্যের রফতানি বেড়েছে ৪১ শতাংশের বেশি

০২ ফেব্রুয়ারী ২০২২

গত বছরের জানুয়ারির তুলনায় চলতি বছরের জানুয়ারিতে পণ্যের রফতানি বেড়েছে ৪১ দশমিক ১৩ শতাংশ, সব মিলিয়ে গেল জানুয়ারিতে রফতানি হয়েছে ৪৮৫ কোটি ডলারের পণ্য। শুধু তাই নয়, ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রফতানি হয়েছে এ মাসে।  বুধবার (২ ফেব্রুয়ারি)  হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরছে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি)।

ইপিবির প্রতিবেদন বলছে, চলতি ২০২১-২২ অর্থবছরে  জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ৭ মাসে সামগ্রিকভাবে  ২ হাজার ৯৫৪ কোটি ৮৯ লাখ ডলারের (দেশীয় মুদ্রায় আড়াই লাখ কোটি টাকা) পণ্য রফতানি হয়েছে। এ আয় এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৩৪ শতাংশ বেশি। করোনার দুরবস্থা থেকে পশ্চিমা অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কারণে বিভিন্ন পণ্যের, বিশেষত পোশাক জাতীয় পণ্যের রফতানি বাড়ছে। এছাড়া হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্যের রফতানি বৃদ্ধি বেড়েছে। ইতিবাচক এমন খবরের মাঝে হতাশার খবর হচ্ছে- এ সময়ে পাট ও পাটজাত পণ্যের রফতানি কমেছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর