কৃষিঋণে নতুন সুবিধা

০২ জুন ২০২১

ডাউনপেমেন্ট ছাড়াই কৃষিঋণ পুনঃতফিলের মাধ্যমে আবারো নতুন ঋণ নিতে পারবেন কৃষক। উদ্ভূদ করোনা পরিস্থিতেতে কৃষিপণ্যের উৎপাদন অব্যাহত রাখতে এ সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১ জুন)  এ সংক্রান্ত একটি সার্কুলার জারি ক‌রেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ। কৃষি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেয়া হয়েছে এ সার্কুলারে।

ডাউনপেমেন্ট ছাড়াই পুনঃতফিলের সুযোগ প্রসঙ্গে সার্কুলারে বলা হয়, করোনার কারণে কৃষি খাতের উৎপাদন ও বিপণন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ফলে নিজেদের  ব্যাংক ঋণ নিয়মিত পরিশোধ করতে পারছেন না কৃষক। আর কৃষিঋণ খেলাপি ঋণে পরিণত হলে কৃষি খাতে নতুন অর্থায়ন বিঘ্নিত হতে পারে,  ব্যাহত হতে কৃষি উৎপাদন। ফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে জিডিপি প্রবৃদ্ধিতেও। তাই খেলাপি ঋণ হ্রাস ও নিরবচ্ছিন্ন ঋণ সরবরাহ নিশ্চিতের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প মেয়াদি কৃষি ঋণ পুনঃতফসিলের এ সুযোগ দেযা হয়।

পুনঃতফসিল করার নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ডাউনপেমেন্ট গ্রহণের শর্ত শিথিল করে পুনঃতফসিলের তারিখ থেকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে। ক্ষেত্রবিশেষে পুনঃতফসিল করতে ডাউনপেমেন্টেও লাগবে না। ঋণ পুনঃতফসিলের পর স্বল্প মেয়াদে পুনরায় নতুন ঋণ প্রদান করা যাবে। এ ক্ষেত্রে কোনো নতুন জমা ছাড়াই পুনঃতফসিল পরবর্তী নতুন ঋণ সুবিধা দেয়া যাবে। বিচারাধীন সার্টিফিকেট মামলার ক্ষেত্রে গ্রাহকের সঙ্গে সমঝোতার (সোলেনামা) মাধ্যমে এ মামলা উত্তোলন বা নিষ্পত্তির মাধ্যমে ঋণ পুনঃতফসিল করা যাবে। এর আগে পুনঃতফসিল করা স্বল্প মেয়াদের কৃষি ঋণের ক্ষেত্রেও এসব সুবিধা প্রযোজ্য হবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর