২৪ ঘণ্টায় ৪১ প্রাণহানি

০২ জুন ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত  ৪১ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭৬৫ জনের। সুস্থ হয়েছেন এক হাজার ৭৭৯ জন করোনা রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত  করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২ হাজার ৩০৫ জনের। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৬৬০ জন.পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন। ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৪৫।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ১৮ হাজার ৫৩৬টি, পরীক্ষা হয়েছে ১৮ হাজার ২৫০টি। শনাক্তের হার ৯ দশমিক ৬৭।মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ, বাকি ১৫ জন নারী । বিভাগ ভিত্তিক  ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৪ জন, বরিশালে ২ জন এবং সিলেটে ৩ জন রয়েছেন। সরকারি হাসপাতালে ২৮ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় ৩ জন মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর