নির্দিষ্ট সময়ের মধ্যে চেয়েও পরিবেশ ছাড়পত্র না পেলে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ অধিদফতরের অনাপত্তি ধরে নিতে হবে। এ ক্ষেত্রে ছাড়পত্রের জন্য অপেক্ষা করার দরকার নেই। মঙ্গলবার একনেক সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ভার্চুয়াল এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংযুক্ত হন ও সভাপতিত্ব করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, পরিবেশ অধিদফতরের অনাপত্তি প্রকল্প বাস্তবায়ন খুবই জরুরি। আমলাতান্ত্রিক জটিলতাসহ যে কোনো কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন একটি রিজনেবল টাইম ধরে এটি চাইতে হবে। এ সময়ের মধ্যে পরিবেশ অধিদফতর ছাড়পত্র দিতে, আপত্তি জানাতে কিংবা রিভাইস করার পরামর্শ দিতে পারে। কিন্তু জবাব না দিয়ে চুপচাপ বসে থাকবে, এটা হবে না। যদি তারা চুপচাপ বসে থাকে, তাহলে ধরে নিতে হবে তাদের কিছু বলার নেই।
এমকে