বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না

০২ জুন ২০২১

বিএনপি আছে, চলছে এবং অত্যন্ত সোচ্চার হয়েই আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। গণতন্ত্র এখন কারাগারে বন্দি হয়ে আছে। তার দলের প্রধান বেগম খালেদা জিয়া কারাগারে বলেই গণতন্ত্র কারাবন্দি মনে করছেন ফখরুল। মঙ্গলবার রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় এমন মন্তব্য করেন।

দাবিয়ে রাখা না যাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তার দলের অসংখ্য নেতা প্রাণ হারিয়েছেন, গুম হয়ে গেছেন, তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। তারপরও কিন্তু বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি। রাজনৈতিক দেউলিয়াপনা এবং জনগণ থেকে বিচ্ছিন্নতা র কারণেই বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছে না বলেও বক্তব্যে উল্লখ করেন বিএনপি মহাসচিব।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সভায় আরো বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান,সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল প্রমুখ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর