মন্তব্য
‘ল্যাঙ্গুয়েজ ম্যানেজার, বেঙ্গলি’ পদে জনবল নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এতে আবেদন করা যাবে।
এপদের জন্য স্নাতক/সমমানঅভিজ্ঞতা সম্পন্নরা আবেদন করতে পারবেন। এছাড়া ইংরেজি থেকে বাংলা অনুবাদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা লিখতে ও পড়তে পারা, সম্পাদনা, কম্পিউটারে পারদর্শী, ব্যবসায় দক্ষতা, ট্রেনিং, বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচিতি ও ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে।
নারী-পুরুষ উভয়ে এ পদের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রতিষ্ঠানটি বয়স নির্ধারণ করে দেয়নি। বেতন নির্ধারিত হবে আলোচনা সাপেক্ষে। আগ্রহীরা www.facebook.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।