লেনদেন বেড়েছে ১৬৭ কোটির বেশি টাকার

০২ জুন ২০২১

সূচকের মিশ্র প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার লেনদেন বেড়েছে ১৬৭ কোটি ১৮ লাখ টাকা।বাজার মূলধন ২৯৮ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ চার হাজার ১৬৬ কোটি টাকায়। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের পতনের চিত্র দেখা গেছে। লেনদেন হয় মোট ৩৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৬৩টির।

এদিন লেনদেন হয় এক হাজার ৯০৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এ লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৭৩৬ কোটি ৩৩ লাখ টাকার।  মঙ্গলবার প্রধান সূচক ডিএসইএক্স দুই দশমিক ৩৪ পয়েন্ট  বেড়ে পাঁচ হাজার ৯৯৩ দশমিক ৩৩ পয়েন্টে পৌঁছায়, ডিএসইএস সূচক দুই দশমিক ১২ পয়েন্ট কমে এক হাজার ২৮৪ দশমিক শূন্য সাত পয়েন্টে অবস্থান করে ও ডিএস৩০ সূচক ১২ দশমিক ১৮ পয়েন্ট কমে দুই হাজার ১৯৩ দশমিক ৬৩ পয়েন্টে স্থির হয়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ২০ দশমিক ৯০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর