দোকানের ভেতরেই ব্যবসায়ীকে জবাই করে হত্যা

০২ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতের মুদি ব্যবসায়ী মোহাম্মদ সরোয়ার আজমকে (২৬) তার নিজের দোকানের ভেতরে জবাই করে হত্যা করা হয়েছে। উপজেলার মন্দাকিনী এলাকায় মঙ্গলবার দিনগত রাতের কোন এক সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। মোহাম্মদ সরোয়ার আজম ওই এলাকার মুক্তিযোদ্ধা মৃত সামশুল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরোয়ার আজম দোকানেই রাত যাপন করতেন। বুধবার সকালে ঘুম থেকে না উঠায় স্থানীয়রা তাকে ডাকাডাকি করেন। সাড়া না পাওয়ায় দরজার ফাঁক দিয়ে দেখেন- বিছানায় তার জবাই করা মরদেহ পড়ে আছে। পরে স্থানীদের কাছে থেকে খরব পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। দোকানটি তার নিজের বাড়ির পাশেই।কয়েকদিন আগে তার বিয়ে ঠিক হয়েছিল।

হাটহাজারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, দোকানের কোনো জিনিষই লুট হয়নি। দরজা, জানালা সবই ভেতর থেকে বন্ধ রয়েছে।তদন্ত চলছে, এ মুহুর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর