ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

০২ জুন ২০২১

বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে ধর্ষণ মামলায় আবদুর রহমান মিন্টু (৩২) নামের এক অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আটটার দিকে শিবগঞ্জ উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি করেন বানাইল কলেজ পাড়ার হযরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণীর এক ছাত্রীর বাবা। মামলায় বলা হয়েছে, আবদুর রহমান মিন্টু তার মেয়েকে ধর্ষণ করেছে, ঘটনাটি ঘটে ৩০ মে রাতে। আবুদর রহমান ওই মাদ্রাসারই মুহতামিম (অধ্যক্ষ) ও উপজেলার বিহার ইউনিয়নের পার লক্ষ্মীপুর চাঁনপাড়ার মৃত সোলাইমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদ্রাসাটি আবাসিক। মাদ্রাসার হলরুমের পাশেই পরিবার নিয়ে বসবাস করেন আবদুর রহমান মিন্টু। অভিযোগ, ঘটনার রাতে প্রায় আড়াইটার দিকে মিন্টু হলরুমে প্রবেশ ভুক্তভোগীর ওপর এ নির্যাতন চালায়। ঘটনাটি কাউকে না বলার জন্য ভুক্তভোগীকে হুমকি-ধামকিও দেয় সে।

পরের দিন ভুক্তভোগী মোবাইল ফোনে ঘটনাটি তার অভিভাবকদের জানায়।অভিভাবকরা তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যায়। পরে মঙ্গলবার বিকালে মেয়ের বাবা বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই মিন্টুকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে মিন্টু। এর আগেও সে তার তিন-চারজন ছাত্রীকে একই কায়দায় ধর্ষণ করেছে বলে পুলিশকে জানিয়েছে। মান-সম্মানের ভয়ে ওইসব ছাত্রীর পরিবার আইনের আশ্রয় নেয়নি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর