বাদিকে ‌প্রাণনাশের হুমকি, ফের গ্রেফতার যুবলীগের দুই কথিত নেতা

০২ জুন ২০২১

 

চট্টগ্রাম সংবাদদাতা

বাদিকে প্রাণনাশের হুমকি দেয়ায় ফের গ্রেফতার করা হয়েছে জামিনেমুক্ত যুবলীগের কথিত দুই নেতাকে। বুধবার দুপুরে ডবলমুরিং মডেল থানা পুলিশ আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের ফটক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছে- ডবলমুরিং এলাকার মৃত নুরুল আলম সওদাগরের ছেলে নুরুল কবির জাকুয়া (৪৫) ও আগ্রাবাদ ডেবার দক্ষিণ পাড় এলাকার মাহবুবুল আলমের ছেলে তৌহিদুল আলম (৪০)। এর আগে বাদির চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়ার পরে সম্প্রতি তারা জামিন পায়। তারা নিজেদের যুবলীগ নেতা পরিচয় দিয়ে বিদ্যুৎ ভবনসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতো বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এ দু’জন গত ১৯ এপ্রিল বিদ্যুৎ ভবনে মেসার্স সালিহিয়া এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. বশির উদ্দিনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করতে গিয়ে গ্রেফতার হয়। জামিনে এসে আজ (বুধবার) আবারো বিদ্যুৎ ভবনে গিয়ে বশির উদ্দিনকে ঘিরে ধরে। এ সময় আগেরবার পুলিশকে অভিযোগ করায় ‘ছুরি মেরে ভুড়ি বের করে মেরে ফেলার হুমকি দেয়। কৌশলে বশির পুলিশকে অভিযোগ করলে তাদের আবারো গ্রেফতার করা হয়। স্থানীয় বা মহানগরে কোন পদ-পদবি না থাকলেও তারা নিজেদের যুবলীগ নেতা বলে পরিচয় দিতো। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর