ভারতে বিশ্বকাপ হওয়া নিয়ে শঙ্কা

০২ জুন ২০২১

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে ভারত। ভাইরাসটির তাণ্ডবে চলমান আইপিএল বন্ধ করে দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতে আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।  

নড়েচড়ে বসে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। এ পরিস্থিতিতে কিভাবে এত বড় ইভেন্ট আয়োজন করবে তা জানানোর সময় সীমা নির্ধারণ করে দিয়েছে আইসিসি। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।

ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজনে সমস্যা হবে না দাবি করে সৌরভ বলেন, করোনা আক্রান্তে সংখ্যা নিমস্নগামী। অক্টোবরের আগে পরিস্থিতির আরও উন্নতি হবে। তাই বিশ্বকাপ আয়োজন নিয়ে আমরা আশাবাদী। 

 


মন্তব্য
জেলার খবর