মন্তব্য
আগামী ২৯ জুন জিম্বাবুয়ের সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।
আসন্ন এ সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলকে আরো বেশি সময় কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘এখনও অবধি যা তথ্য আছে, জিম্বাবুয়েতে ৫/৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে আমাদের। কোনো পরিবর্তন হলে এর আওতায় আনা হবে।’
করোনা মহামারীর মধ্যে ইতোমধ্যে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফর করেছে বাংলাদেশ। অনুশীলন শুরুর আগে নিউজিল্যান্ডে ১৪ দিনের এবং শ্রীলঙ্কায় তিন দিনের রুম কোয়ারেন্টাইনে ছিলো টাইগাররা।