মন্তব্য
ইসরাইলে বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন অবসান হতে চলেছে। ইসরাইলের বিরোধীদলগুলো সরকার গঠনে একমত হয়েছে।
২ জুন প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে আট দলের এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাইলের প্রধান বিরোধীদলের নেতা ইয়ার লাপিদ।
সরকার গঠনের লক্ষ্যে জোটবদ্ধ দলগুলো হলো- ইয়ার লাপিদের নেতৃত্বাধীন ইয়েশ আতিদ, বেনি গান্তজের নেতৃত্বাধীন কাহোল লাভান, আভিগদোর রিয়েবারমানের নেতৃত্বাধীন ইসরাইল বেইতেইনু, মেরাভ মিশেইলির নেতৃত্বাধীন লেবর, নাফতালি বেনেতের নেতৃত্বাধীন ইয়ামিনা, গিডেউন সা’রের নেতৃত্বাধীন নিউ হোপ, নিতজান হরোউইটস’র নেতৃত্বাধীন মেরেটজ এবং মনসুর আব্বাসের মনসুর আব্বাস রাম (আরব ইসলামিস্ট)।
বিবিসি