যুক্তরাষ্ট্রের কাছে ডলার চায় ইসরাইল

০৩ জুন ২০২১

আয়রন ডোমের খুঁত সারতে ১ বিলিয়ন ডলারের অনুরোধ জানাতে ওয়াশিংটন সফর করবেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। 

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইসরাইল এখন আয়রন ডোমের খুঁত সারতে তৎপর হচ্ছে। এজন্য তারা যুক্তরাষ্ট্রের কাছে ডলার সহায়তা চায়।

গত মাসে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধে আয়রন ডোম হামাসের সব রকেট ঠেকাতে ব্যর্থ হওয়ায় পর এই প্রচেষ্টা চালাচ্ছে।

আল জাজিরা


মন্তব্য
জেলার খবর