লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত এ প্রতিষ্ঠানটিতে ৪টি পদে লোকবল নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০২২।
১. সহকারী নৌ স্থপতি পদে দুজনকে নেওয়া হবে। প্রার্থীকে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে নৌযান ও নৌযন্ত্র কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রিসহ ১-২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ২০,৯০০-৩২,৫৪০ টাকা।
২. সহকারী প্রকৌশলী ১ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল/মেরিন ইঞ্জিনিয়ারিং পাস/সমমান পরীক্ষায় উতীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ২০,৯০০-৩২,৫৪০ টাকা।
৩. উপসহকারী প্রকৌশলী পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল/মেরিন ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১৫,২০০-২৩,৬৮০ টাকা।
৪. জুনিয়র ড্রাফটসম্যান পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে দুই বছরের ড্রাফটসম্যানশিপ (শিপবিল্ডিং) পাস হতে হবে। স্বনামধন্য শিপ ডিজাইন হাউস/শিপইয়ার্ডে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: দৈনিক ৪০১ টাকা।
আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, খুলনা।
আবেদন ফি: সহকারী নৌ স্থপতি, সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী পদের জন্য ৩০০ টাকা ও জুনিয়র ড্রাফটসম্যান পদের জন্য ২০০ টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।
আরআই