মন্তব্য
কারেন বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের কায়াহ রাজ্যের দেমোসো শহরে অন্তত ৮০ সেনা সদস্য নিহত হয়েছে।
গত সোমবার মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর ৬০ মিলিমিটার মর্টার লঞ্চার এবং প্রায় ২০টি হালকা অস্ত্র জব্দ করে কারেন জাতীয় প্রতিরক্ষা বাহিনী (কেএনডিএফ) ।
সৈন্যদের দৃঢ় প্রতিরোধ ও অতর্কিত আক্রমণে জান্তা বাহিনী পিছু হটতে বাধ্য হয়।
মিয়ানমার নাউ