বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) উত্থান দেখা গেছে লেনদেনে, আগের দিনের চেয়ে বেড়েছে সুচকও। বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ২২৫ কোটি টাকায়। লেনদেন হয় ৩৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির,কমেছে ১৪৬টির এবং বাকি ৫৭টির দর ছিল অপরিবর্তিত ।
এদিন লেনদেন বেড়েছে ৩৮৩ কোটি ৮০ লাখ টাকা। ২৫ পয়েন্ট বেড়ে ছয় হাজার ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে সুচক। এক হাজার ৫৮ কোটি টাকা বেড়েছে বাজার মূলধন।লেনদেন হয় দুই হাজার ২৮৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণছিল এক হাজার ৯০৩ কোটি ৫২ লাখ টাকার। লেনদেনের শুরুতে গতি নিম্নমুখী থাকলেও বিক্রির চাপ বাড়ায় উত্থান হতে থাকা সূচক শেষ সময় পর্যন্ত ধারা ধরে রাখে। প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ছয় হাজার ১৯ পয়েন্টে পৌঁছায়, ডিএসইএস সূচক শূন্য দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৮৪ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করে ও ডিএস৩০ সূচক এক দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৯৫ দশমিক ৩৩ পয়েন্টে স্থির হয়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ১৯ দশমিক ৩৬ শতাংশ বেড়ে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।
এমকে