কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স কার্যালয়ের অধীন ডিফেন্স ফিন্যান্স ডিপার্টমেন্ট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত জুনিয়র অডিটর ও টেলিফোন অপারেটর পদে জনবল নিয়োগ দেবে। আবেদন করতে হবে অনলাইনেই। আবেদনের শেষ তারিখ ১৩ মার্চ, ২০২২। ওই দিন বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
পদের নাম: জুনিয়র অডিটর (এলডিএ কাম টাইপিস্ট)
পদসংখ্যা: ৫৩
যোগ্যতা: এইচএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
পদের নাম: টেলিফোন অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
বয়সসীমা: আগামী ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
যেভাবে আবেদন: আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে এই http://cgdf.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।
আরআই