পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক অপসারণ

০৩ জুন ২০২১

জয়পুরহাট প্রতিনিধি
নানা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় জয়পুরহাটের পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ৫ নম্বর এলাকার পরিচালক রেজাউল করিমকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে তাকে অপসারণ করা হয়। বৃহস্পতিবারে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এনামুল হক প্রামানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, রেজাউল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম সম্বলিত একটি অভিযোগপত্র বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর দেয়া হয়। পরে সরেজমিন তদন্তকালে অভিযোগের সত্যতা পায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তদন্ত কমিটি। এরপরই তাকে অপসারণের নির্দেশ দেয়া হয়।

এদিকে সদ্য অপসারণকৃত এলাকা পরিচালক রেজাউল করিম জানান, একজন ডাইভার ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে এক ব্যক্তিকে দিয়ে অভিযোগ করিয়েছিল। যেহেতু আমি ভোট করি, আমার প্রতিপক্ষরা এসব ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার এনামুল হক প্রামানিক জানান, গত মাসের ৩০ তারিখে তার অপসারণের চিঠি পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো পরিচালক অপসারণ হলে সে আর নির্বাচন করতে পারে না।

মাহফুজ রহমান/এমকে

 


মন্তব্য
জেলার খবর