মন্তব্য
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। বৃহস্পতিবার কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে শক্তিশালী আফগানিস্তানের সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলার দামাল ছেলেরা।
খেলার শেষ মুহূর্তে তপু বর্মনের গোলে সমতায় ফেরে তারা। এর আগে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা।
প্রথমার্ধে কোনো পক্ষই গোল করতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে বল জড়ায় আফগানিস্তান। ম্যচের ৪৮ মিনিটের মাথায় দলটির আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরিফি গোলটি করেন।
খেলার একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ ৮৪ মিনিটে তপু বর্মনের গোলে সমতা আনে বাংলাদেশ।