১ হাজার বেডের ব্যবস্থা করবেন যুবরাজ

০৩ জুন ২০২১

চীনের উহান শহর থেকে শুরু হয় করোনাভাইরাস। এরপর ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে ভারত। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক।

এ পরিস্থিতিতে করোনা মোকাবিলায় এগিয়ে এলেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে গোটা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজারটি কোভিড বেডের ব্যবস্থা করছেন তিনি। সামাজিক মাধ্যম টুইটারে সে ঘোষণার কথা নিজেই জানিয়েছেন তিনি।

ওই টুইটারে যুবরাজ লেখেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ দেশে খুবই বিধ্বংসী রূপ নিয়েছে। অনেকেই প্রাণ হারিয়েছেন। অনেক মানুষকে প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। হাসপাতালগুলোর জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করতে ১ হাজারটি বেডের ব্যবস্থা করা হয়েছে। আপনারাও আমাদের এই লড়াইয়ে পাশে থাকুন, যাতে আমরা আরও অনেক প্রাণ বাঁচাতে পারি।’

 


মন্তব্য
জেলার খবর