বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদের প্রবেশপত্র প্রকাশ 

০৪ জুন ২০২১

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদের আবেদনকারীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদে নিয়োগের জন্য গত ২৫ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা বৃহস্পতিবার (৩ জুন) থেকে ২৩ জুনের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম ও ঠিকানা জানিয়ে দেয়া হবে।


মন্তব্য
জেলার খবর