মন্তব্য
অভিষেক ম্যাচে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ডেভন কনওয়ে। ২য় নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে এ রেকর্ড গড়লেন তিনি। এর আগে ম্যাথু সিনক্লেয়া অভিষেকে ২০০ রান করেন।
ম্যাচের প্রথম দিন শেষে ১৩৬ রানে অপরাজিত ছিলেন কনওয়ে। আজ খেলতে নেমে ডাবল সেঞ্চুরির দেখা পান তিনি। টেস্ট অভিষেকে এর আগে ছয়জন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরির করেছেন। সপ্তম ব্যাটসম্যান হিসেবে এ তালিকায় নাম লেখালেন কনওয়ে।
তাঁর আগে সর্বশেষ এ নজির গড়েছেন কাইল মেয়ার্স, এ বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে অপরাজিত ২১০ রানের অবিস্মরণীয় ম্যাচ জেতানো ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান।
কনওয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে রানআউট হন। প্রথম ইনিংসে ৩৭৮ রান করে নিউজিল্যান্ড। এ রান করতে গিয়ে সব কটি উইকেট হারায় দলটি।