মন্তব্য
সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার উপায় নিয়ে দেশটির ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বুধবার এক বৈঠকে আলোচনা করেছেন। সৌদির প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে আগ্রহ দেখায়েছে যুক্তরাষ্ট্র।
ইয়েমেন যুদ্ধে একের পর এক বিপর্যয়ের পর সৌদি যুবরাজ ও লয়েড অস্টিন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন। জনগণকে রক্ষায় সৌদি আরবের পাশে থাকার প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইয়েমেন যুদ্ধের সমাপ্তি এবং সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে চলমান দ্বিপাক্ষিক প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন তারা। হাউছিদের আনসারুল্লাহ আন্দোলনকে পরাজিত করার ক্ষেত্রে সম্প্রতি সফলতা পাওয়ায় সৌদি আরবের প্রশংসা করেন অস্টিন।
পার্সটুডে