মন্তব্য
রাশিয়ার হাতে আটক হওয়া মাছ ধরার জাহাজ ও ক্রু সদস্যদের ‘অবিলম্বে’ মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাপান।
জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব কাতসুনোবু কাতো বলেছেন, এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে জাপান সরকার। এটা মোটেই গ্রহণযোগ্য নয়।
শাখালিন দ্বীপের বন্দর নগরী কর্সাকভে রাখা হয়েছে আটককৃত জাহাজটি।