মন্তব্য
বাংলাদেশের নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি স্থান পেয়েছে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে।
রেহানা মরিয়ম নূর’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। ছবিটির আন্তর্জাতিক পরিবেশনার জন্য পরিচালক-প্রযোজকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান ফিল্মস বুটিক।
বাংলাদেশের কোনো ছবি এবারই প্রথম আঁ সার্তে রিগার্দ শাখায় জায়গা করে নিলো। ফলে এর পোস্টারে শোভা পাবে কানের সম্মানজনক লোগো।