কমতে ও বাড়তে পারে যেসব পণ্যের দাম

০৪ জুন ২০২১

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ হলে কিছু পণ্যের দাম কমবে এবং সেই সঙ্গে বাড়বে কিছু পণ্যের দাম। বাজেটে স্বাস্থ্যখাতসহ কিছু পণ্যের ওপর  শুল্ক ও করের হার কমানোর সঙ্গে  কিছু পণ্যের শুল্ক ও কর মওকুফের প্রস্তাব করা  হয়েছে। পাশাপাশি ফিচার ফোনসহ বেশকিছু পণ্যে নতুন শুল্ক ও করভার আরোপ বা বাড়ানো হয়েছে। ফলে দাম কমবে বা বাড়বে সংশ্লিষ্ট পণ্যের। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে এ বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দাম বাড়তে পারে এমন পণ্যের মধ্যে আছে- মোবাইল ফোন, মদ-বিয়ার, সুগন্ধি, সিগারেট, থিম পার্কের রাইড,বিদেশি সবজি, প্রক্রিয়াজাত মাংস, গাড়ির সুরক্ষা কাচ, টয়লেটের কমোড, শিল্পের লবণ, যানবাহন নিরাপদ রাখার তালাজাতীয় পণ্য, পুনর্ব্যবহারযোগ্য লুব বেস অয়েল, পুনর্ব্যবহারযোগ্য লুব্রিকেন্ট অয়েল, নাট-স্ক্রু (তারকাঁটা জাতীয় পণ্য), প্যারাফিন, মিনারেল অয়েল, সোডিয়াম সালফেট, আমদানি করা রড ও অ্যাঙ্গেল, ধান ও গম ভাঙ্গানোর মেশিন।

অন্যদিকে দাম কমতে পারে এমন পণ্যের মধ্যে আছে-  মুড়ি, তাজা ফল,কৃষি যন্ত্রপাতি, মাইক্রোবাস,হাইব্রিড গাড়ি,রড,সিমেন্ট,টাইলস,মোটরসাইকেল,হোম অ্যাপ্লায়েন্স,পোলট্রি মুরগি.খেলনা সামগ্রী, স্টেইনলেস স্টিল, ডাম্পার ট্রাক, শিল্পে ব্যবহৃত অগ্নি নির্বাপক যন্ত্রপাতি, এলইডি লাইট, শিরীষ কাগজ, শঙ্খ ও পেপার কাপ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর