ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসইতে) বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছে রেকর্ড অবস্থানে। আগের কার্যদিবসের তুলনায় তিন হাজার ৭২২ কোটি টাকা বেড়ে এখন পর্যন্ত সর্বোচ্চ বাজার মুলধন দাঁড়ায় পাঁচ লাখ আট হাজার ৯৪৭ কোটি টাকায়। পাশাপাশি বুধবারের তুলনায় ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৩ পয়েন্টে। লেনদেন হয় মোট ৩৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির,কমেছে ১১১টির এবং বাকি ৬৬টির দর অপরিবর্তিত ছিল।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় দুই হাজার ১৮২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ২৮৭ কোটি ৩২ লাখ টাকার।শুরু থেকে শেষ পর্যন্ত লেনদেনে সূচকের উত্থানের চিত্র দেখা গেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৫৩ পয়েন্টে পৌঁছায়, ডিএসইএস সূচক আট দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে এক হাজার ২৯৩ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে ও ডিএস৩০ সূচক আট দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৩ দশমিক ৫৯ পয়েন্টে স্থির হয়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।
এমকে