ট্রাকে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু

০৩ ফেব্রুয়ারী ২০২২

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে ভ্রাম্যমাণ ট্রাকে বেশ কয়েকটি নিত্যপণ্যের বিক্রি কার্যক্রম শুরু করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। খুচরা বাজারের তুলনায় সাশ্রয়ী দামে নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ, সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি পাওয়া যাবে তাদের কাছে। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে দেশের সব মহানগর, জেলা ও উপজেলার বিভিন্ন পয়েন্টে এসব পণ্য বিক্রি করবে তারা। বুধবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

টিসিবি বলছে, তাদের কাছ থেকে প্রতি লিটার সয়াবিন তেল  ১১০ টাকা, আর প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা ও চিনি ৫৫ টাকায় কেনা যাবে। মসুর ডালের কেজিতে দাম বাড়ানো হয়েছে ৫ টাকা- নতুন দর ৬৫ টাকা। একজন ক্রেতা মসুর ডাল ও চিনি- প্রতিটি সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। সয়াবিন তেল কিনতে পারবেন সর্বোচ্চ ২ লিটার। পেঁয়াজ কিনতে পারবেন সর্বোচ্চ পাঁচ কেজি, সর্বনিম্ন ২ কেজি। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।

প্রসঙ্গত গত ২৭ জানুয়ারি থেকে এ কার্যক্রম বন্ধ রেখেছিল টিসিবি। কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে সপ্তাহ শেষ হওয়ার আগেই আবারও এ কার্যক্রম চালু করলো তারা। সারা দেশে ৪৫০ ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর