মন্তব্য
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বুধবার রাইমা সেনের একটি ছবি পোস্ট করেন চিত্রগ্রাহক তথাগত ঘোষ।
ছবিতে দেখা যায়, সাদা রঙের অন্তর্বাস ও সাদা টি-শার্ট পরে বসে রয়েছেন রাইমা।
ছবির ফটোগ্রাফার তথাগত ক্যাপশনে লিখেছেন, ‘মেয়েটি যখন বাস্তব দুনিয়া থেকে পালাতে চায়, তখন আমার দিবাস্বপ্নে ধরা দেয়।’