আমি টানা কসরত করতে পারি : শ্রীলেখা

০৫ জুন ২০২১

জিম বন্ধ থাকায় বাড়িতেই শরীরচর্চার বিশেষ কসরত 'প্ল্যাঙ্ক' করছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'প্ল্যাঙ্কারসয়ারি'! 

শ্রীলেখার দাবি, 'অনেকেই সাধারণত কয়েক সেকেন্ডের বেশি প্ল্যাঙ্ক করতে পারেন না। আমি টানা দেড় মিনিট এই কসরত করতে পারি।' 

আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর