মন্তব্য
মাসখানেক ধরেই বিনোদনের শিরোনামে টালিউডের অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কখনো তার ব্যক্তিগত জীবন, কখনো সহ-অভিনেতা যশের সঙ্গে তার সম্পর্কের লুকোচুরি, কখনো ক্যামেরা সামনে ‘বোল্ড অ্যান্ড হট’ লুক নিয়ে আলোচনায় তিনি।
কাঁধ খোলা বোল্ড গাউনের পর এবার অন্তর্বাসে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরলেন নুসরাত। সেগুলো সোশ্যাল অ্যাকাউন্টে পোস্টও করলেন।
কয়েকদিন আগে নুসরত ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন- ‘একজন ভালোবাসার নামে আঘাত দেয় আর একজন ভালোবাসার নামে সে আঘাত মুছিয়ে দেয়।’